bangla news

করোনা ভাইরাস: আইসিসি সদর দপ্তর বন্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৩ ৩:৫৪:১৭ পিএম
দুবাইয়ে আইসিসির সদর দপ্তর। ছবি:সংগৃহীত

দুবাইয়ে আইসিসির সদর দপ্তর। ছবি:সংগৃহীত

করোনা ভাইরাসের প্রভাবে মাঠের ক্রিকেট বেশ কিছু দিন ধরে বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট তো স্থগিত আছেই, পাশাপাশি সব দেশের ঘরোয়া ক্রিকেটও আপাতত স্থগিত রয়েছে। বন্ধ করেছে বিভিন্ন দেশ তাদের ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়। সেই পথেই এবার হাটলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুবাইয়ে আইসিসির সদর দপ্তরও বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে আগেই। ঘরে বসে চলানো হচ্ছে অফিসিয়াল কাজকর্ম। এই পথ অনুসরণ করলো আইসিসিও।

করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে বিশ্বের ফুটবল, টেনিসসহ বড় বড় ক্রীড়া ইভেন্টের মত ক্রিকেটও বন্ধ রয়েছে। ফলে ক্রিকেটের এফটিপিতে (ফিউচার ট্যুর প্ল্যান) প্রভাব পড়েছে। আগামী শুক্রবার (মার্চ ২৭) ভিডিও কনফারেন্সে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও চিফ এক্সিকিউটিভ মানু সাহনি বোর্ডের জরুরি সভায় এ বিষয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
আরএআর/এমএমএস
 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-23 15:54:17