bangla news

করোনার বিরুদ্ধে লড়াই করতে বললেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-১৫ ৫:২৬:১১ পিএম
বিরাট কোহলি। ছবি:সংগৃহীত

বিরাট কোহলি। ছবি:সংগৃহীত

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে রেহায় পেতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ। ভারতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আক্রান্তের সংখ্যা ৮০ ওপরে। দেশটিতে ইতোমধ্যে স্থগিত হয়েছে সব ধরনের ক্রীড়া কার্যক্রম। স্থগিত হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)।

এমন করোনা আতঙ্কের দিনে দেশবাসীকে শক্ত থাকতে ও ভাইরাসটির প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করতে দেশবাসীকে আহ্বান জানন কোহলি। নিজের অফিসিয়াল টুইটারে তিনি লিখেছেন, ‘চলো শক্ত থাকি এবং সব ধরনের সতর্কতা বিধানে কোভিড-১৯ প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করি। নিরাপদ থাকুন, সজাগ থাকুন এবং গুরুত্বপূর্ণভাবে মনে রাখুন, আরোগ্য লাভের চেয়ে প্রতিরোধ উত্তম। দয়া করে সবাই নিজের যত্ন নিন।’

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ইউবি/এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট বিরাট কোহলি করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-15 17:26:11