ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

করোনার বিরুদ্ধে লড়াই করতে বললেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
করোনার বিরুদ্ধে লড়াই করতে বললেন কোহলি

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে রেহায় পেতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ। ভারতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আক্রান্তের সংখ্যা ৮০ ওপরে।

দেশটিতে ইতোমধ্যে স্থগিত হয়েছে সব ধরনের ক্রীড়া কার্যক্রম। স্থগিত হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)।

এমন করোনা আতঙ্কের দিনে দেশবাসীকে শক্ত থাকতে ও ভাইরাসটির প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করতে দেশবাসীকে আহ্বান জানন কোহলি। নিজের অফিসিয়াল টুইটারে তিনি লিখেছেন, ‘চলো শক্ত থাকি এবং সব ধরনের সতর্কতা বিধানে কোভিড-১৯ প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করি। নিরাপদ থাকুন, সজাগ থাকুন এবং গুরুত্বপূর্ণভাবে মনে রাখুন, আরোগ্য লাভের চেয়ে প্রতিরোধ উত্তম। দয়া করে সবাই নিজের যত্ন নিন। ’

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।