ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

দর্শকবিহীন মাঠে খেলবেন মেসিরা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
দর্শকবিহীন মাঠে খেলবেন মেসিরা  ছবি-সংগৃহীত

করোনাভাইরাসের কারণে কমপক্ষে পরের দুই সপ্তাহ স্পেনের শীর্ষ ফুটবলের দুই বিভাগে খেলা হবে দর্শকবিহীন। 

মঙ্গলবার (১০ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। যার কারণে এইদিন লা লিগায় এইবার বনাম রিয়াল সোসিয়েদাদের ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে দর্শকদের।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও দেশটির স্পোর্টস কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে।  

কেবল তাই নয়, চলতি চ্যাম্পিয়নস লিগেও দর্শকবিহীন মাঠে খেলবেন লিওনেল মেসিরা। ১৮ মার্চ (বুধবার) দিবাগত রাতে শেষ ষোলোর ফিরতি লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইতালিয়ান ক্লাব নাপোলি।  

কিন্তু নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও ঘরের সমর্থকদের পাবে না কাতালানরা। বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ভয়ে ম্যাচটিতে থাকবে না কোনো দর্শক।  

প্রথম লেগে নাপোলির মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছিল বার্সা। শেষ আটে যেতে হলে ফিরতি লেগে জিততেই হবে মেসিদের।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।