ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

করোনার কারণে পিএসজি-ডর্টমুন্ডের ম্যাচে থাকবে না দর্শক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
করোনার কারণে পিএসজি-ডর্টমুন্ডের ম্যাচে থাকবে না দর্শক ছবি-সংগৃহীত

চলতি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে প্যারিস সেন্ট জার্মেই। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে অ্যাওয়ে গোল থাকায় দ্বিতীয় লেগে লুসিয়ান ফাভরের শিষ্যদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিততে হবে টমাস টুখেলের দলকে। 

বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে পার্ক দে প্রিন্সেসে ফিরতি লেগে ডর্টমুন্ডকে স্বাগত জানাবে পিএসজি। কিন্তু নিজেদের মাঠে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের দর্শকদের পাবে না তারা।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবেব কারণে দর্শকশূন্য মাঠে খেলতে হবে নেইমার-এমবাপ্পেদের। ডর্টমুন্ডের বিপক্ষে পিএসজির ম্যাচটি হবে ‘ক্লোজড ডোর’।  

সোমবার (০৯ মার্চ) করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নেয় প্যারিসের পুলিশ।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে ইতোমধ্যে ফ্রান্সে ১১১৬ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।