ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

জিতল বাংলাদেশ ব্যাংক-এসসিবি-প্রাইম ব্যাংক-এইচএসবিসি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
জিতল বাংলাদেশ ব্যাংক-এসসিবি-প্রাইম ব্যাংক-এইচএসবিসি .

বসুন্ধরা গ্রুপ ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি-২০২০ এর সপ্তম দিনের খেলায় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসবিসি), প্রাইম ব্যাংক এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি)।

গ্রুপ স্টেজের ম্যাচে আজ (২৮ ফেব্রুয়ারি) দিনের প্রথম খেলায় সিটি ক্লাব গ্রাউন্ডে সকাল ৯টায় একে অপরের মুখোমুখি হয় বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংক। ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় বাংলাদেশ ব্যাংক।

টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে ঢাকা ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান (২৯ বলে) আসে রাসেলের ব্যাট থেকে। বল হাতে ১৮ রানে ২ উইকেট তুলে নেন বাংলাদেশ ব্যাংকের আবদুল্লাহ সরকার।  

.জবাব দিতে নেমে জয়ের জন্য ৬ উইকেট হারিয়ে শেষ ওভার পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় বাংলাদেশ ব্যাংককে। ব্যাট হাতে বাংলাদেশ ব্যাংকের আসাদুজ্জামান টুটুল খেলেন ৪৮ বলে অনবদ্য ৭৯ রানের ইনিংস। বল হাতে ২৩ রানে ৩ উইকেট নেন ঢাকা ব্যাংকের রশিদ।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ব্যাংক- ১৫৮/৬ (২০), রাসেল ৪৮, শাফায়েত ৩৫, কামরুল ২১*; আব্দুল্লাহ ১৮/২, বদিউজ্জামান ২২/১, দীপঙ্কর ৩৬/১।

বাংলাদেশ ব্যাংক- ১৫৯/৬ (১৯.৩), আসাদুজ্জামান টুটুল ৭৯, বাশার ২৭, রনি ১৭; রশিদ ২৩/৩, রকিবুল ৩৪/১।

ফলাফল: বাংলাদেশ ব্যাংক ৪ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: আসাদুজ্জামান টুটুল (বাংলাদেশ ব্যাংক)।

দিনের দ্বিতীয় খেলায় ১৪ বল হাতে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) কে ৬ উইকেটে হারায় এসসিবি।  

.রাজধানীর ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে সকাল ৯টায় মুখোমুখি হয় ইসলামী ব্যাংক ও এসসিবি। টসে জিতে আইবিবিএল’কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এসসিবি। শুরুতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে আইবিবিএল সংগ্রহ করে ১১০ রান। এসসিবি’র এনায়েত মাত্র ৬ রান খরচে নেন ৩ উইকেট।
জবাবে ১৭.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় এসসিবি। দলের হয়ে সর্বোচ্চ ৩৬* রান আসে আমানের ব্যাট থেকে। বল হাতে আইবিবিএল’র জাকারিয়া ২০ রান খরচে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ইসলামী ব্যাংক- ১১০/৯ (২০), নাজমুল ২৬, বাশার ২১*, এনায়েত ৬/৩, আরাফাত ১৩/১, আহসান ১০/১।

এসসিবি- ১১১/৪ (১৭.৪), আমান ৩৬*, আমিন ২৭, সঞ্জয় ১৩; জাকারিয়া ২০/২, নাজিম ২৫/১।

ফলাফল: এসসিবি ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: আমান (এসসিবি)।  

দিনের আরেক খেলায় সিটি ক্লাব গ্রাউন্ডে দুপুর ১টা ১৫ মিনিটে ব্র্যাক ব্যাংক মুখোমুখি হয় এইচএসবিসির। আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান স্কোরবোর্ডে জমা করে ব্র্যাক ব্যাংক।  

.জবাব দিতে নেমে টপ অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নেয় এইচএসবিসি। ওপেনার জাহান ও তিনে নামা আলিম ফিফটি তুলে নেন। ১৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় পায় এইচএসবিসি। অলরাউন্ড পারফরম্যান্সে (১ উইকেট ও ৫৫ রান) ম্যাচসেরার পুরস্কার জেতেন এইচএসবিসির আলিম।

সংক্ষিপ্ত স্কোর:

ব্র্যাক ব্যাংক- ১৭১/৮ (২০), তৌহিদুল ৪৫, নাজমুল ৪১*, শহিদুল ২২; কৌশিকুল ৪৩/৩, আলিম ২১/১, দানেশ ২২/১।

এইচএসবিসি- ১৭২/৫ (১৭.১), জাহান ৫৬, আলিম ৫৫, অনন্ত ২৫; শাহেদ ৪৫/২, শহিদুল ১৯/১, শুভলব ২৬/১।

ফলাফল: এইচএসবিসি ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: আলিম (এইচএসবিসি)।

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে দিনের দ্বিতীয় ম্যাচে বেলা ১টা ১৫ মিনিটে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ও এসবিএসি (সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স) ব্যাংক।  

.ওপেনার কঙ্কনের ৫৪ ও তিনে নামা ফাইয়াজের ৭১ রানে ভর করে ২০ ওভারে প্রাইম ব্যাংক স্কোর বোর্ডে জমা করে ১৩৯ রান। জবাবে রতন অপরাজিত ফিফটি তুলে নিলেও বাকিদের ব্যর্থতায় ম্যাচ হারে এসবিএসি ব্যাংক (১১ রানে)। ব্যাট হাতে ৭১ রান করে ম্যাচসেরা হন প্রাইম ব্যাংকের ফাইয়াজ।  

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক- ১৩৯/৫ (২০), ফাইয়াজ ৭১, কঙ্কন ৫৪, তৌসিফ ৪*; আফজাল ১৭/২, নিজাম ২৬/১, মুশফিকুর ২৭/১।

এসবিএসি ব্যাংক- ১২৮/৬ (২০), রতন ৫৪*, নিজাম ২৫, মুশফিকুর ১৬; তৌসিফ ১৯/২, বিভাস ২০/১, রাজু ২৩/১।

ফলাফল: প্রাইম ব্যাংক ১১ রানে জয়ী।

ম্যাচসেরা: ফাইয়াজ (প্রাইম ব্যাংক)।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad