bangla news

চ্যালেঞ্জ নিয়ে খেলতে পছন্দ করি: নাঈম শেখ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-২৭ ৮:২০:৫০ পিএম
নাঈম শেখ/ছবি: সংগৃহীত

নাঈম শেখ/ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাঈম শেখের আবির্ভাব গত বছর ভারতের বিপক্ষে। অল্প সময়ের এই ক্যারিয়ারে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতে অভিষেকের পালা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। তিনি জানিয়েছেন, একাদশে সুযোগ পেলে সেরাটা দিতে প্রস্তুত। তবে চ্যালেঞ্জ নিয়ে খেলতে প্রস্তুত আছেন তিনি।

বৃস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুরে অনুশীলনের ফাঁকে নাঈম বলেন, ‘চ্যালেঞ্জ নিয়ে খেলার ব্যাপারটা মজা লাগে আমার কাছে। সব সহজে হয়ে গেলে ভালো লাগে না। চ্যালেঞ্জ নিয়ে খেলাটা উপভোগ করি। সিনিয়র ভাইদের সঙ্গে খারাপ-ভালো এসব নিয়ে আলোচনা হয়। চাপের মুহূর্তগুলো কীভাবে সামলাতে হয়, এসব নিয়ে কথা হয়।’

নাঈম হাসান জানেন তার দুর্বলতা কোন জায়গায়। তাই সেই জায়গাগুলো নিয়ে তিনি কাজ করছেন। তিনি বলেন, ‘সাদা বলের খেলা খুব উপভোগ করি। লাল বলে সম্প্রতি খুব একটা ভালো সময় যায়নি। বাড়িতে গিয়ে সাদা বলে কাজ করেছি। কিছু জিনিস আমাকে বলে দেওয়া হয়েছে কাজ করার জন্য। এসব নিয়েই কাজ করছি। প্রস্তুতি সব মিলিয়ে ভালো।’

টেস্ট নিয়ে আপাতত ভাবছেন না এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে নিজেকে টেস্টের জন্য আরও পরিণত আর প্রস্তুত করতে চান তিনি। নাঈম বলেন, ‘আমি যখন অনূর্ধ্ব-১৯ খেলে এসেছি, তার আগে লাল বলে খেলে এসেছি। মাঝে অনেক বড় একটা বিরতি ছিল। লাল বল নিয়ে কাজ করা হয়নি। অনুশীলন করলে ঠিক হয়ে যাবে। ছোট ছোট ভুল হচ্ছে, এই জন্য আমি লাল বলে সফল না। আমার লাল বলে আরও বেশি অনুশীলন করা দরকার।’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
আরএআর/এমএইচএম

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2020-02-27 20:20:50