bangla news

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১৫ ৪:২৪:০৮ এএম
...

...

ইবি: বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় , প্রতিযোগিতায় সাতটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইবি। প্রতিযোগিতায় ইবির তামান্না আক্তার ১০০ মিটার হার্ডেলস ইভেন্ট, রিংকি খাতুন লং জাম্প এবং জাফরিন আক্তার ডিসকাস থ্রো রেকর্ডসহ শটপুট থ্রো স্বর্ণপদক জিতে নতুন আন্তঃবিশ্ববিদ্যালয় রেকর্ড সৃষ্টি করেছেন।

এছাড়া উচ্চ লম্ফ ৪০০ মিটার ও ১০০ মিটার রিলেতে প্লাবনী হক, দিশা সুলতানা, তামান্না আক্তার ও রিংকি খাতুন এবং ৪০০ মিটার হার্ডেলসে মল্লিক সোহেল রানা স্বর্ণপদক লাভ করেন। টিম ম্যানেজার ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল এবং কোচ ছিলেন উপ-পরিচালক মো. আসাদুর রহমান।

গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়র বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-15 04:24:08