bangla news

এএফসি কাপের গ্রুপ পর্বের প্লে-অফে ওঠা হলো না আবাহনীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-১২ ৯:১৮:৩০ পিএম
ফাইল ফটো

ফাইল ফটো

এএফসি কাপ প্রিলিমিনারি রাউন্ডের প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের মাঠে গোলশূন্য ড্র করে বিদায় নিয়েছে আবাহনী লিমিটেড। প্রথম লেগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-২ ড্র করেছিল আবাহনী। ফলে অ্যাওয়ে গোলের সুবিধে নিয়ে পরের রাউন্ডে চলে গেল মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া।

গ্রুপ পর্বের প্লে-অফে পরের যেতে হলে ৩-৩ গোলে ড্র বা জয় ছাড়া বিকল্প ছিল না আবাহনীর। তবে পুরো ম্যাচে তেমন প্রচেষ্টা না থাকায় বিদায় নিতে হলো দলটিকে।

এর আগে গত আসরে ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালে খেলেছিল আবাহনী।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ফুটবল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-12 21:18:30