ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বিসিবির মূল ব্যানারেই নেই আকবরের ছবি!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
বিসিবির মূল ব্যানারেই নেই আকবরের ছবি! বিসিবির মূল ব্যানারেই নেই আকবরের ছবি! ছবি:শোয়েব মিথুন

বিশ্বকাপ জয় শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এবার দেশে ফেরার পালা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫৫মিনিটে বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে দেশে ফিরবেন অকবর আলীর দল। জুনিয়র টাইগারদের বরণ করে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তুতি শুরু করেছে। তবে ক্রিকেট বোর্ডের প্রধান ফটকের মূল ব্যানারেই নেই বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর ছবি!

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিসিবির প্রধানে ফটকের বড় করে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের ব্যানার তোলে বিসিবি। কিন্তু এই ব্যানারে স্থান পায়নি বিশ্বকাপ চলাকালীন বোন হারানোর কষ্ট বুকে চেপে রেখেই বিশ্বজয় করা অধিনায়ক আকবর আলীর ছবি।

মূল ব্যানারে না থাকলেও ছোট ব্যানারে রাখা হয়েছে আকবরের ছবি: ছবি-শোয়েব মিথুন

পরে অবশ্য পাশে ছোট ব্যানার লাগানো হয়। সেখানে আকবরকে ফোকাস করেই ব্যানার লাগানো হয়। কিন্তু প্রধান ব্যানারে আকবরের ছবি না থাকার বিষয়টি সমর্থকদের জন্য দুঃখজনকই।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।