bangla news

টানা চার ম্যাচে ড্র করল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০২-০২ ৯:৫৮:৫০ পিএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

দুঃসময় পিছু ছাড়ছে না আর্সেনালের। পরাজয় না দেখলেও, জয় পাচ্ছে না নতুন কোচ মাইকেল আরতেতার শিষ্যরা। সর্বশেষ বার্নলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে গানাররা। আর এনিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ চার ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল দলটি।

রোববার (০২ ফেব্রুয়ারি) বার্নলির মাঠ টার্ফ মুরে খেলতে যায় আর্সেনাল। তবে চলতি মৌসুমের খারাপ ভাগ্য এ ম্যাচেও বজায় রইল দলটির। পুরো ম্যাচে বল পজিশন ও শটে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি সফরকারীরা।

অন্যদিকে আগের দুই ম্যাচে লেস্টার ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর এ ম্যাচেও দারুণ কিছু করে দেখাল বার্নলি।

২৫ ম্যাচে মাত্র ৬টি জয়, ১৩ ড্র ও ৬ হারে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ম স্থানেই রইল আর্সেনাল। সমান ম্যাচ ও সমান পয়েন্ট নিয়ে ১১তম বার্নলি। ২৫ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-02-02 21:58:50