bangla news

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত সাদমান ইসলাম 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-২৮ ৭:৫২:২৪ পিএম
সাদমান ইসলাম

সাদমান ইসলাম

একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হেরে ঘরে ফিরেছে বাংলাদেশ। টাইগাররা এবার প্রস্তুতি নেবে টেস্ট সিরিজের জন্য। কিন্তু তার আগে বড় এক দুঃসংবাদ হয়ে এলো বাংলাদেশ শিবিরে। রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে সাদমান ইসলামের। যন্ত্রণাদায়ক কবজির চোটে ভুগছেন বাংলাদেশ দলের টেস্ট ওপেনার। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক মেডিক্যাল কর্মকর্তা জানিয়েছেন, সোমবার (২৭ জানুয়ারি) ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন সাদমান এবং তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকতে উপদেশে দেওয়া হয়েছে। 

২৪ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান কয়েক মাস ধরে চোটে ভুগছেন। ব্যাঙ্গালুরুতে ডক্টর কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের হয়ে খেলার সময় এ চোট পান তিনি। যার কারণে টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচ খেলে সাদমানকে দেশে ফেরত আসতে হয়। 

তবে সুস্থবোধ করায় ভারতের বিপক্ষে ডে-নাইট টেস্ট সিরিজের দুই ম্যাচ খেলেন তিনি। কিন্তু এরপরই পুনরায় ব্যথা অনুভব করেন। এর ফলে সাদমান বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএল) ড্রাফটেও ছিলেন না। 

দ্বিতীয়বার পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশ দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলবে ০৭ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডিতে। 

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ইউবি 

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-28 19:52:24