ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু

ময়মনসিংহ: ময়মনসিংহে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে পুলিশ সুপার কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে নগরের সার্কিট হাউজ মাঠে এ লিগের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

আয়োজকরা জানান, এবারে এ লিগে অংশ নিয়েছে মোট ১৩টি দল। ৩ বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হলো এ লিগ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।