bangla news

কন্যা সন্তানের বাবা হলেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-২৫ ১২:১৯:৫৪ পিএম
কন্যা সন্তানের বাবা হলেন আন্দ্রে রাসেল

কন্যা সন্তানের বাবা হলেন আন্দ্রে রাসেল

একের পর এক সুখবর পাচ্ছেন আন্দ্রে রাসেল। কিছুদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী রয়্যালসকে নেতৃত্বে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এবার পেলেন আরও বড় খবর। ওয়েস্ট ইন্ডিজের তারকা এ অলরাউন্ডার কন্যা সন্তানের বাবা হলেন। রাসেল ও জ্যাসিম লোরা দম্পতির ঘরে এটিই প্রথম সন্তান।

কন্যা সন্তান হওয়ার খবরটি রাসেল নিজেই জানান। সামাজিক যোগাযোগমাধ্য ইনসটাগ্রামে একটি ছবি পোস্ট করে এই ক্যারিবীয় দানব। ছবিটিতে দেখা যায়, তিনি একটি বাচ্চার কোমল হাত ধরে আছেন। আর ক্যাপশনে লিখেন, ‘অ্যামিয়া এস রাসেল পৃথিবীর মুখ দেখল। ঈশ্বর সবসময় ভালো। এমন রানির জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ।

এর আগে মডেল স্ত্রী জ্যাসিম লোরার সঙ্গে ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন রাসেল। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জনপ্রিয় রাসেল জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-25 12:19:54