bangla news

মরিশাসকে হারিয়ে বুরুন্ডির শুভসূচনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৬ ৮:০৫:৩৩ পিএম
মরিশাস বনাম বুরুন্ডি ম্যাচের একটি মুহূর্ত/ছবি-শোয়েব মিথুন

মরিশাস বনাম বুরুন্ডি ম্যাচের একটি মুহূর্ত/ছবি-শোয়েব মিথুন

বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম ম্যাচে মরিশাসকে ৪-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বুরুন্ডি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মরিশাসকে উড়িয়ে দেওয়ার পথে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন বুরুন্ডির শিমিরিমানা জসপিন।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা বুরুন্ডি অবশ্য তৃতীয় মিনিটেই গোল হজম করে বসে। মরিশাসকে এগিয়ে দেওয়া গোলটি করেন আদ্রিন ফ্রাঙ্কোস। কিন্তু এরপর থেকেই খেলায় ছড়ি ঘুরাতে শুরু করে বুরুন্ডি।

ছবি-শোয়েব মিথুনদারুণ আক্রমণের পসরা সাজিয়ে ২৬তম মিনিটে সমতায় ফেরে বুরুন্ডি। বেঞ্জামিনের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন দলটির আক্রমণভাগের খেলোয়াড় জসপিন।

প্রথমার্ধের ৪১তম মিনিটে দিকুমানা আসম্যানের দুর্দান্ত ফ্রি-কিক শটে এগিয়ে যায় বুরুন্ডি। দ্বিতীয়ার্ধে সতীর্থের লব ধরে ব্যবধান আরও বাড়িয়ে দেন জসপিন। এরপর ৮৬তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএইচএম

ক্লিক করুন, আরো পড়ুন :   ফুটবল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-16 20:05:33