bangla news

চার বছর পর উইন্ডিজ স্কোয়াডে ডোয়াইন ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৩ ৬:৩৭:০৯ পিএম
ডোয়াইন ব্রাভো

ডোয়াইন ব্রাভো

গত মাসে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানিয়েছিলেন। ডোয়াইন ব্রাভো ফিরেছেন ঠিকই। ফিরেই ডাক পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ঘোষিত তিন ম্যাচ টি-টোয়েন্টির স্কোয়াডে। 

ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৬ সালে। এর দুই বছর পর অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। তবে গত ওয়ানডে বিশ্বকাপে তাকে ক্যারিবিয়ানদের ঘোষিত স্কোয়াডে স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়। এবার ব্রাভো ছাড়াও উইন্ডিজ দলে ফিরেছেন রভমেন পাওয়েলও।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড়: কাইরন পোলার্ড (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, ব্রান্ডন কিং, এভিন লুইস, খ্যারি পিয়েরে, নিকোলাস পুরান, রভমেন পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, হেইডেন ওয়ালশ জুনিয়র, কেসরিক উইলিয়ামস। 

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ইউবি

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-13 18:37:09