bangla news

বঙ্গবন্ধুর নামেই থাকছে বিপিএল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১২ ১০:৩৭:৪০ পিএম
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন বিসিবি প্রধান/ ছবি: শোয়েব মিথুন

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন বিসিবি প্রধান/ ছবি: শোয়েব মিথুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বিশেষভাবে আয়োজন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট শুরুর আগে বলা হয়েছিল শুধু এবারের জন্যই বঙ্গবন্ধুর নামে করা বিপিএলের নামকরণ করা হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নামেই আয়োজিত হবে পরবর্তী সব আসর।

রোববার (১২ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র কার্যনির্বাহী সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিসিবি সভাপতি বলেন, ‘এখন থেকে বিপিএলের নামকরণ বঙ্গবন্ধু বিপিএল হিসেবেই কন্টিনিউ করবো। আজকে সিদ্ধান্ত নিয়েছি এটার নাম বঙ্গবন্ধু বিপিএলই থাকবে। ফ্র্যাঞ্চাইজি যুক্ত হলেও কোনো সমস্যা নেই। বঙ্গবন্ধু বিপিএলই করে দিচ্ছি।’

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আরএআর/এমএইচএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-12 22:37:40