ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বার্সার কোচ হিসেবে জাভির নাম ঘোষণা করা হবে আগামীকাল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
বার্সার কোচ হিসেবে জাভির নাম ঘোষণা করা হবে আগামীকাল! জাভি হার্নান্দেজ

বার্সেলোনার নতুন কোচ হিসেবে জাভি হার্নান্দেজের নাম ঘোষণা করা হবে সোমবার (১৩ জানুয়ারি)। বর্তমান কোচ আরনেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে সাবেক এই কাতালান অধিনায়কের হাতে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের দায়িত্ব তুলে দিবেন ক্যাম্প ন্যুয়ের কর্মকর্তারা। 

বেইন স্পোর্টস নামের এক ক্রীড়ামাধ্যম জানিয়েছে, জাভি নিশ্চিতভাবে বার্সার রাজত্ব কাজের দায়িত্ব নিবেন এবং তা বিবরণ প্রকাশের বিষয় মাত্র।  

ডাইয়ারিও স্পোর্ট এক স্প্যানিশ রেডিও এবং কাদেনা কোপ নামের স্প্যানিশ ক্রীড়ামাধ্যম জানিয়েছে, আল-সাদ জাভির পথ আটকাবে না।

তবে অনুরোধ করবে কাতার ক্লাবটির আসন্ন ফাইনালে কোচের দায়িত্ব পালনের জন্য আগামী শুক্রবার পর্যন্ত থাকার। অন্যদিকে বার্সেলোনা তাদের পরের ম্যাচ খেলবে আগামী রোববার।

কাদেনা কোপ আরও জানায়, জাভি বার্সা ছাড়াও প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচ হওয়ার দৌঁড়ে আছেন। পিএসজি তাদের কোচ টমাস টুখেলকে ছাঁটাইয়ের চিন্তা-ভাবনা করছে।

আর ডাইয়ারিও স্পোর্ট জানায়, জাভির প্রতিনিধি সৌদি আরবে গিয়েছে বার্সেলোনার সঙ্গে চুক্তির কাগজপত্র নিয়ে।  

২০১৫ সালে বার্সা ও স্পেনের হয়ে সব শিরোপা জয়ের এক রাজকীয় অধ্যায় শেষে কাতারের ক্লাব আল-সাদে যোগ দেন জাভি। এরপর সেখানেই বুটজোড়া তুলে রেখে ক্লাবটির কোচের দায়িত্ব নেন  এই স্প্যানিশ কিংবদন্তি মিডফিল্ডার।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।