ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

টেনিস

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বসুন্ধরা গলফ টুর্নামেন্ট

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বসুন্ধরা গলফ টুর্নামেন্ট ছবি: শোয়েব মিথুন

সাভার (ঢাকা): সাভারে তিনদিনব্যাপী ‘বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট-২০২০’ এর পঞ্চম আসর শেষ হয়েছে।

গলফ টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিলো বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও আয়োজন করেছে সাভার গলফ ক্লাব (এসজিসি)।

ছবি: শোয়েব মিথুনশনিবার (০৪ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সাভার গলফ ক্লাবের হল রুমে আনুষ্ঠানিকভাবে বিজয়ী গলফারদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শেষ হয়।

গত বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ছিল টুর্নামেন্টটির উদ্বোধনী দিন।  

ছবি: শোয়েব মিথুনপ্রতিযোগিতায় পারের চেয়ে ১০ শট কম খেলে প্রথম স্থান অর্জন করেন গ্রুপ ক্যাপ্টেন সাইফুল, দ্বিতীয় হয়েছেন লে. কর্নেল মো. মাসুদ পারভেজ।  

ছবি: শোয়েব মিথুনএছাড়া ভ্যাটার্ন গ্রুপের উইনার ইঞ্জিনিয়ার একেএম আব্দুর রাজ্জাক, সুপার সিনিয়র গ্রুপের উইনার লিয়াকত আলী খান, সিনিয়র উইনার ইব্রাহীম, লেডিস উইনার সেলিনা আকতার ও জুনিয়র উইনার সাইয়েদা ফাতিমা আফরা নওয়ার।  

ছবি: শোয়েব মিথুনঅনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান (এসডিসি) (পিএসসি) স্টেশন কমান্ডার সদর দপ্তর সাভার, সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর (অব:) এ এন এম আব্দুল আহাদসহ প্রমুখ।  

ছবি: শোয়েব মিথুনবাংলাদেশের প্রত্যেক গলফ ক্লাবের গলফারসহ মোট ৩১৩ জন গলফার খেলায় অংশ নিয়েছিলেন। টুর্নামেন্টের মোট বাজেট ২৬ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।