bangla news

রংপুরে প্রমিলা ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-২৮ ৯:১০:২১ পিএম
ছবি:বাংলানিউজ

ছবি:বাংলানিউজ

রংপুর: রংপুরে বঙ্গবন্ধু বিজয় দিবস প্রমিলা ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ফুটসাল অ্যাসোসিয়েশন রংপুর ও সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব'র আয়োজনে পালিচড়া এম এন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী খেলা অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা পুলিশের সহযোগিতায় দিনব্যাপী টুর্নামেন্টে বিভাগের পাচঁ জেলার মোট ৮ টি দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব কুমার সরকার, জেলা পুলিশ সুপার রংপুর। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার 'এ' সার্কেল আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়ছার হামিদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টকে প্রাণবন্ত করেন।

বাংলাদেশ ফুটসাল অ্যাসোসিয়েশন সভাপতি পারভেজ আমের শাকিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু মারুফ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) রংপুর, মোঃ জাকির হোসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কোতোয়ালী থানা রংপুর, মিজানুর রহমান তুহিন তথ্য ও গবেষণা সম্পাদক রংপুর জেলা শাখা, জাহাঙ্গীর আলম বকসি আওয়ামীলীগ নেতা জেলা শাখা, হুমায়ুন কবির সভাপতি আওয়ামীলীগ সদর উপজেলা শাখা, মোঃ সোহেল রানা চেয়ারম্যান সদ্যপুস্কুরিনী ইউনিয়ন পরিষদ, মোঃ আমিনুর রহমান চেয়ারম্যান চন্দনপাট ইউনিয়ন পরিষদ, শফিকুল ইসলাম কাস্টম অফিসার।

সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি এএফসি কোচ (বি লাইসেন্স) মিলন খান'র সার্বিক ব্যবস্থাপনায় ফাইনাল খেলায় সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব রংপুর প্রমিলা দল ৩-০ গোলে নওসিন ফুটবল একাডেমি দিনাজপুর প্রমিলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-28 21:10:21