bangla news

উইকেট নিয়ে মাঠেই ‘ম্যাজিক’ দেখালেন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০৫ ৩:৩৬:২২ পিএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

ক্রিকেট বা ফুটবল খেলার ধরন আগের থেকে অনেক পাল্টেছে। এমনকি খেলোয়াড়রা তাদের উদযাপনের মাত্রাও বিভিন্নভাবে দেখান। তবে ক্রিকেট মাঠে উইকেট নিয়ে ম্যাজিক ট্রিক হয়তো আগে কখনো দেখা যায়নি। যেটি করে দেখালেন দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরাইজ শামসি।

উইকেট নিয়ে ভিন্ন উদযাপনে এর আগেও শামসিকে দেখা গেছে। তবে এবার যেন সবকিছুকে ছাড়িয়ে গেলেন তিনি। দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগ মাযানজি সুপার লিগে পার্ল রকসের হয়ে এই মৌসুমে মাঠ মাতাচ্ছেন এই বাঁহাতি চায়নাম্যান বোলার।

গতকাল তার দল ডারবান হিটের বিপক্ষে খেলতে নামে। আর এই ম্যাচেই প্রতিপক্ষের ভয়ঙ্কর ব্যাটসম্যান ডেভিড মিলারকে ফিরিয়ে জাদু দেখান শামসি। তার বাঁহাতে থাকা রুমাল থেকে তিনি ট্রিক করে লম্বা একটি লাঠি বের করেন।

তবে দুঃখের বিষয় ম্যাচটি জিততে পারেনি শামসির দল পার্ল। ডারবান হিট ৬ উইকেটের জয় পায়। যেখানে ৩৭ রানে ২ উইকেট নিয়েছিলেন শামসি।

ইতোমধ্যে শামসির করা এই উদযাপনের ভিডিও অবশ্য ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে, ক্রিকেট ইতিহাসে এটাই কি সেরা উদযাপন।

ভিডিও দেখুন এখানে...

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-12-05 15:36:22