![]() ছবি: সংগৃহীত |
ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে অন্যদের ধরা-ছোঁয়ার বাইরে লিভারপুল। ১৪ ম্যাচের ১৩টিতে জয় আর একটিতে ড্র নিয়ে দলটির সংগ্রহ সর্বোচ্চ ৪০ পয়েন্ট। দুইয়ে থাকা লিচেস্টার সিটির সমান ম্যাচে সংগ্রহ ৩২ পয়েন্ট।
টেবিলের তিনে থাকা ম্যানচেস্টার সিটি ১৪ ম্যাচে ৯ জয়, দুই ড্র আর তিন পরাজয়ে সংগ্রহ করেছে ২৩ পয়েন্ট। আজ সিটিজেনরা নামছে নিজেদের ১৫তম ম্যাচে। প্রতিপক্ষ টেবিলের দশে থাকা বার্নলি। এই ম্যাচে জিতলে সিটি ধরে ফেলবে দুইয়ে থাকা লিচেস্টার সিটিকে। ব্যবধান বাড়াবে চারে থাকা চেলসির সঙ্গে (১৪ ম্যাচে ২৬ পয়েন্ট)।
দেখে নেওয়া যাক ছোটপর্দায় আজকের খেলা
ক্রিকেট
মানজি সুপার লিগ
জায়ান্টস-স্পার্টানস, রাত ৯টা ৩০ মিনিট
সরাসরি: সনি সিক্স
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ক্রিস্টাল প্যালেস-বোর্নমাউথ, রাত ১টা ৩০ মিনিট
সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ২
বার্নলি-ম্যানচেস্টার সিটি, রাত ২টা ১৫ মিনিট
সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমআরপি