ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

এমন পারফর্ম আগে দেখেছেন?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
এমন পারফর্ম আগে দেখেছেন? ছবি: সংগৃহীত

এসএ গেমসের ক্রিকেটে মেয়েদের ইভেন্টে দারুণ শুরু করেছে স্বাগতিক নেপাল। মালদ্বীপের বিপক্ষে জিতেছে ১০ উইকেটে। তার আগে এমন এক রেকর্ডে নাম লিখিয়েছেন নেপালের বোলার অঞ্জলি চাঁদ, যা ছেলে কিংবা মেয়েদের ক্রিকেটে আর একটিও নেই।

সোমবার (২ ডিসেম্বর) পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নামে মালদ্বীপের মেয়েরা। ১০.১ ওভারে অলআউট হওয়ার আগে দলটি তোলে মাত্র ১৬ রান।

৫ বল খেলেই নেপাল জয়ের বন্দরে পৌঁছে।

নিজের অভিষেক ম্যাচে নেপালের পেসার অঞ্জলি চাঁদ ২.১ ওভারে কোনো রান না দিয়ে তুলে নেন ৬টি উইকেট। ১৩টি বল করলেও কোনো রান খরচ করেননি তিনি। দুটি উইকেট পান করুনা ভান্ডারি। আর বাকি দুটি রানআউট।

অঞ্জলি চাঁদ - ছবি: সংগৃহীতমালদ্বীপের ওপেনার হামজা নিয়াজ ৯ আর উইকেটরক্ষক ব্যাটার হাফসা আবধুল্লা ৪ রান করেন। বাকি ৯ ব্যাটারের কেউই রান করতে পারেননি।

১৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নেপালের ওপেনার কাজল শ্রেষ্ঠা ৫ বলে তিন বাউন্ডারিতে করেন অপরাজিত ১৩ রান। মাত্র ৫ বলেই জয় তুলে নেয় নেপালের মেয়েরা। ম্যাচ সেরা হন অঞ্জলি চাঁদ।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।