ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

বার্নসের পর রুটের সেঞ্চুরিতে লড়ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
বার্নসের পর রুটের সেঞ্চুরিতে লড়ছে ইংল্যান্ড রুটের সেঞ্চুরিতে লড়ছে ইংল্যান্ড

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানই সেঞ্চুরির দেখা পেলেন। আর তাদের সেঞ্চুরির ওপর ভর করেই হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনটা দারুণ লড়াই করলো ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ৩৭৫ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে ইংলিশরা। তবে এখনও দলটি ১০৬ রানে পিছিয়ে রয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে নামে দু’দল। আর ব্যাটিংয়ে থাকা ওপেনার ররি বার্নস ও অধিনায়ক জো রুট দারুণভাবে ব্যাট করে সেঞ্চুরির দেখা পান।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করা বার্নস ২০৯ বলে ১৫টি চারে ১০১ করে রান আউট হন।

তৃতীয় উইকেট জুটিতে বার্নসের সঙ্গে ১৭৭ রানের পার্টনারশিপ গড়ে সেঞ্চুরি তুলে নেন রুটও। বেন স্টোকস ও জ্যাক ক্রলে দ্রুত বিদায় নিলেও বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাকিটা সময় দেখেশুনে খেলেই মাঠ ছাড়েন রুট ও ওলে পোপ। রুট ২৭৮ বলে ১৪টি চারের সাহায্যে ১১৪ করে অপরাজিত থাকেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি।

স্বাগতিক কিউই বোলাদের মধ্যে টিম সাউদি ২টি উইকেট তুলে নেন। এছাড়া ম্যাট হেনরি ও নেইল ওয়াগনার একটি করে উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।