ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শঙ্কায় জস বাটলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শঙ্কায় জস বাটলার জস বাটলার-ছবি:সংগৃহীত

নিউজিল্যান্ড সফরে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন জস বাটলার। অনুশীলনের সময়ে মারাত্মক ব্যাক স্পামের চোট পান এই ইংল্যান্ড উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

আর এই টেস্টে যদি বাটলার খেলতে না পারেন, তবে ওলি পোপকে উইকেটের পেছনে দেখা যাবে বলে নিশ্চিত করেন ইংলিশ দলনেতা জো রুট। কিন্তু পোপের জন্য ব্যাপারটি কিছুটা কঠিনই।

কেননা প্রথম শ্রেণির মাত্র পাঁচটি ম্যাচেই তিনি এই দায়িত্ব পালন করেছেন।

বিকল্প হিসেবে ররি বার্নসের নামও উঠে এসেছে। তবে এই ব্যাটসম্যানও সর্বশেষ ২০১৪ সালে উইকেটকিপিং করেছেন। আর পোপ যদি উইকেটরক্ষকের ভূমিকা পালন করেন, তবে তাকে সাত নাম্বারে ব্যাট করতে দেখা যাবে।

এদিকে বাটলার ম্যাচে না থাকলে তার পরিবর্তে ব্যাটসম্যান জাক ক্রোলির অভিষেক হতে পারে। রুট অবশ্য অলরাউন্ডার ক্রিস ওকসের ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন।

২৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। প্রথম টেস্টে কিউইরা ইনিংস ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।