ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

‘গ্যারেথ বেলের উচিৎ পুনরায় টটেনহামে ফিরে যাওয়া’ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
‘গ্যারেথ বেলের উচিৎ পুনরায় টটেনহামে ফিরে যাওয়া’  গ্যারেথ বেল

রিয়াল মাদ্রিদে গ্যারেথ বেল সমস্যা উত্তোরোত্তর বেড়েই চলেছে। ব্যাপারটা এমন যে, ‘কাঁটার জন্য গেলা যাচ্ছে না আর মজার জন্য ফেলাও যাচ্ছে না।’ কোচ জিনেদিন জিদানের সঙ্গে ওয়েলস উইঙ্গারের সম্পর্কের তিক্ততা প্রতিনিয়ত খবর হচ্ছে গণমাধ্যমে। তবে এবার এই সমস্যার এক সমাধান বাতলে দিয়েছেন রিয়ালের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন কালদেরন। 

তিনি জানিয়েছেন, বেলকে পুনরায় তার সাবেক ক্লাব টটেনহামে চলে যাওয়ার জন্য। আর তাতেই নাকি স্পেনে ‘ওয়ান হানড্রেড মিলিয়ন ম্যান’র ঝামেলা চুকে যাবে।

চোটের কারণে লস ব্লাঙ্কোসদের জার্সিতে দেখা না গেলেও বেল ইতোমধ্যে ওয়েলসের হয়ে ২০২০ ইউরো বাছাইপর্বে দুটি ম্যাচও খেলে ফেলেছেন। শেষ জয়টি দিয়ে মূল পর্বের টিকেটও কেটেছে তারা। তবে সেই ম্যাচের পর বেলের সতীর্থরা মাঠে একটি ব্যানার নিয়ে এসেছিল। যাতে লেখা, ‘ওয়েলস। গল্ফ। মাদ্রিদ। জয়ের ধারা। ’ 

এই ব্যানার নিয়েই ক্ষেপেছেন কালদেরন। কারণ বেলের কাছে এখন নাকি ওয়েলসের হয়ে খেলা এবং গল্ফটাই বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। ব্যাপারটিকে ‘ছেলেমানুষি’ হিসেবে নিয়ে বেলের সমালাচনা করে সাবেক রিয়াল প্রেসিডেন্ট বলেন, ‘বেলের জন্য রিয়াল মাদ্রিদে খেলা খুব কঠিন। তার উচিৎ টটেনহামে চলে যাওয়া। এটাই সবার জন্য ভাল সমাধান হবে। ’ 

ইতোমধ্যে টটেনহাম থেকে বরখাস্ত হয়েছেন কোচ মাউরিসিও পচেত্তিনো। তার স্থলে স্পার্সদের দায়িত্ব নিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। পর্তুগিজ কোচ সান্তিয়াগো বার্নাব্যুতে থাকাকালীন ২০১৩ সালে তখনকার রেকর্ড ট্রান্সফার ফি’তে লন্ডন থেকে বেলকে স্পেনে নিয়ে এসেছিলেন। তার আগে ৬ মৌসুম টটেনহামের জার্সিতে খেলেছেন ৩০ বছর বয়সী বেল।  

কালদেরন তাই উপদেশ দিয়েছেন বেলকে পুনরায় টটেনহামে ফিরে যাওয়ার। বিবিসি রেডিওকে সাবেক রিয়াল প্রেসিডেন্ট বলেন, ‘এটা সত্য যে মরিনহো খেলোয়াড়টিকে (বেল) পছন্দ করেন। এটা তিনি বলেছিলেন ২০১৭ সালে যখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছিলেন এবং রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছিল গ্যারেথ বেলের সঙ্গে চুক্তি বাড়ানোর। ’ 

বেলের সমস্যার সমাধানের ব্যাপারে তিনি আরো বলেন, ‘আমি তাকে এটা বলে মনে করিয়ে দিতে চাই যে, যাওয়ার দরজা যদি খোলা তাকে, আমি তার জন্য আরেক পাশে অপেক্ষা করব। মনে হয় এটাই সমাধান। ’ 

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।