ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ঢাকায় তামিমের সঙ্গী মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
ঢাকায় তামিমের সঙ্গী মাশরাফি .

আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্ল্যাটুনের হয়ে খেলবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একই দল এর আগে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে বেছে নিয়েছে। অর্থাৎ, এবার একই দলে খেলবেন দুই ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়। তবে এজন্য বাড়তি খরচ করতে হবে ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে।

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। রোববার (১৭ নভেম্বর) সন্ধায় হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের প্লেয়ার ড্রাফট।

এই ড্রাফটে ১৮১জন দেশি ক্রিকেটার ও ৪৩৯জন বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে নিজ দলের খেলোয়াড় বেছে নিয়েছে দলগুলো।

ঢাকা প্লাটুন:
দেশি: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা, রকিবুল হাসান, জাকির আলী অনিক।

বিদেশি: থিসারা পেররা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লু্ইস রিস, শহীদ আফ্রিদি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।