bangla news

ইংল্যান্ড দলে নেই গোমেজ-হেন্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৬ ৭:০২:১১ পিএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

ইউরো ২০২০ বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে কসোভোর বিপক্ষে লড়বে ইংল্যান্ডে। তবে ইংলিশদের হয়ে এই ম্যাচে খেলতে পারছেন না ডিফেন্ডার জো গোমেজ ও মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।

অনুশীলনের সময় হাঁটুর ইনজুরিতে পড়েন ২২ বছর বয়সী গোমেজ। যেখানে ২৯ বছর বয়সী হেন্ডারসনকে ভাইরাস জনিত সমস্যায় পেয়েছে।

এদিকে অনুশীলনের সময় গোমেজের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ায় মন্টোনেগ্রোর বিপক্ষে থ্রি-লায়ন্সদের ৭-০ গোলে জয়ের ম্যাচে বাদ দেওয়া হয়েছিল রাহিম স্টার্লিংকে। তবে কসোভোর বিপক্ষেই ফিরছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

মন্টেনেগ্রোর বিপক্ষে ওয়েম্বলির ম্যাচে অবশ্য গোমেজকে দর্শকরা ভালোভাবে নেয়নি। বদলি হয়ে তিনি মাঠে নামলে গ্যালারি থেকে দুয়ো দেওয়া হয়েছিল।

আগামী বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় ইউরোতে ইতোমধ্যে ইংল্যান্ড মূল পর্বে জায়গা করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-16 19:02:11