bangla news

সতীর্থদের ব্যর্থতা আড়াল করে দায় নিলেন দলপতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৪ ৯:০৩:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোরের হলকার স্টেডিয়ামে ভারতীয় পেসারদের তোপে প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়ার পর কী বলবেন সফরকারী অধিনায়ক মুমিনুল হক। সতীর্থদের ব্যর্থতা আড়াল করে নিজেই নিজের কাঁধে সকল দায়ভার তুলে নিয়েছেন। দিন শেষে ভারত ১ উইকেট হারিয়ে তুলেছে ৮৬ রান।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টেস্টে অভিষেক অধিনায়কত্ব করতে নামা মুমিনুল। সিদ্ধান্তটা নিতে কী সেখানেই ভুল করেছেন? এমন প্রশ্ন ওঠা অবান্তর না। তবে, সফরকারী দলপতি জানালেন, ভারতীয় পেসারদের তোপে অল্প রানে গুটিয়ে গেলেও উইকেট মোটেই আনপ্লেয়েবল ছিল না।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে কঠিন সব প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন মুমিনুল। টসের ব্যাপারে কথা বলতে গিয়ে মুমিনুল জানান, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা মনোযোগী হতে পারিনি। আর টস জিতে ব্যাটিং নেওয়ার পর দল এভাবে গুটিয়ে গেলে প্রশ্ন উঠতেই পারে। ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে, সিদ্ধান্তটা বাজে ছিল। আর এটাকে আমি নিজের ভুল হিসেবেই মনে করছি।’

এক প্রশ্নের জবাবে সেখানে তিনি জানান, ‘উইকেট কোনোভাবেই আনপ্লেয়েবল ছিল না। তেমন হলে অনেকেই আমরা চোট পেতাম। বল এখানে-ওখানে লাগতো। উইকেট আনপ্লেয়েবল হলে আমি কিছু রান করতে পারতাম না, মুশফিক ভাইও ওই রানটা (৪৩) করতে পারতেন না। খেলার মতোই উইকেট ছিল।’

তবে, ভারতের বোলিং লাইনআপকে বিশ্বসেরা বোলিং মনে করছেন মুমিনুল। তিনি জানালেন, ‘আমার মনে হয়, ওদের বোলিং এই মুহূর্তে বিশ্বসেরা। তাদের বিপক্ষে তাদের মাটিতে খেলতে হলে আমাদের অনেক বেশি ভালো হতে হবে। আমি আর মুশফিক ভাই ভালো গতিতেই খেলেছি। লিটনও ভালো করেছে। আমি যদি ওই সময়ে আউট না হতাম ভালো হতো। আমার একটা ট্যাকটিক্যাল ভুল ছিল, যার কারণে আউট হয়ে গেছি। আর যারা ভালো করার তারা ভালো করতে পারলে ভালো একটা সংগ্রহ দেখা যেত।’

৬৪ রানে পিছিয়ে থেকে হাতে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এমআরপি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-14 21:03:44