ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

অবশেষে টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
অবশেষে টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে: ছবি-সংগৃহীত

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে পাকিস্তানে। দীর্ঘ ১০ বছর পর টেস্ট ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে দেশটি। ডিসেম্বরে ঘরের মাটিতে সাদা পোশাকের ক্রিকেট খেলবে পাকিস্তান। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবারও তাদের পাশে দাঁড়িয়েছে শ্রীলংকা। লংকানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পা রাখবে পাকিস্তান।

দু’দলের প্রথম টেস্ট হবে ১১-১৫ ডিসেম্বর, রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট হবে করাচির জাতীয় স্টেডিয়ামে, ১৯-২৩ ডিসেম্বর পযর্ন্ত।  

ঘরের মাটিতে পাকিস্তান শেষ টেস্ট খেলেছে ২০০৯ সালের মার্চে। শ্রীলংকার বিপক্ষে, লাহোরে। সেই টেস্টই জন্ম দিয়েছিল ক্রিকেট ইতিহাসের এক নিন্দনীয় ঘটনার। অতর্কিতে শ্রীলংকার বাসের ওপর মারনাস্ত্র নিয়ে আক্রমণ করে সন্ত্রাসীরা। নিহত না হলেও আহত হয় কয়েকজন লংকান ক্রিকেটার। এরপরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটর ওপর নিষেধাজ্ঞা নেমে আসে।  

তবে চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যায় পাকিস্তান। দুই টেস্ট সিরিজ আয়োজনের অনুমতি পাওয়ার আগে শ্রীলংকাকে নিয়ে সীমিত ওভারের ক্রিকেট আয়োজন করে পিসিবি। তবে নিরাপত্তার অজুহাতে লংকানদের দশ সিনিয়র  ক্রিকেটার সীমিত ওভারের ক্রিকেট খেলতে পাকিস্তান সফরে যায়নি। সেই সিরিজে নিরাপত্তা নিয়ে অভিযোগ না থাকায় এবার টেস্ট সিরিজ আয়োজনের গ্রিন সিগন্যাল পেয়েছে তারা।  

পুনরায় পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে শ্রীলংকা ক্রিকেটের প্রধান নিবার্হী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘পুনরায় পাকিস্তান সফর নিশ্চিত হওয়ায় আমরা আনন্দিত, আগের সফরে আমরা বেশ সন্তুষ্ট ও আরামদায়ক অবস্থায় ছিলাম। ’

পিসিবি ডিরেক্টর জাকির খান জোরদার নিরাপত্তার দিকে নজর দিচ্ছেন। তিনি বলেন, ‘টেস্টের জন্য পাকিস্তান সফরে যেতে রাজি হওয়ায় শ্রীলংকার সিদ্ধান্তে খুশি আন্তর্জাতিক ক্রিকেট। এবারও সিরিজ চলাকালীন উচ্চ মানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ’ 

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।