bangla news

ইমার্জিং এশিয়া কাপ শেষ আমিনুলের!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১৪ ২:১৪:২৩ পিএম
আঘাত পেয়ে রক্তাক্ত হাত নিয়ে মাঠ ছাড়ছেন আমিনুল/ছবি: শোয়েব মিথুন

আঘাত পেয়ে রক্তাক্ত হাত নিয়ে মাঠ ছাড়ছেন আমিনুল/ছবি: শোয়েব মিথুন

আসরের প্রথম ম্যাচ খেলতে নেমেই ইনজুরিতে পড়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বলের আঘাতে হাতে ক্ষত হওয়ার পর দুটি সেলাইও পড়েছে। সবমিলিয়ে ইমার্জিং এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলে নিজেকে ফোকাসে এনেছিলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম। বিশ্ব ক্রিকেটে যেখানে লেগ স্পিনের ব্যাপক চাহিদা, সেখানে বাংলাদেশ বরাবরই কোনো ভালো লেগ স্পিনার তৈরি করতে পারেনি। তবে আশার আলো হয়ে এসেছেন বিপ্লব। কিন্তু ইনজুরিতে পড়ায় জোর ধাক্কায় খেতে হলো তাকে।

বিকেএসপিতে হংকংয়ের বিপক্ষে ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে বল করার সময় ইনজুরিতে পড়েন বিপ্লব। ইনিংসের ১৯তম ওভার আর নিজের তৃতীয় ওভারের শেষ বলে হংকংয়ের ব্যাটসম্যান কিঞ্চিত শাহ'র সজোরে হাকানো স্ট্রেট শট ঠেকাতে গিয়ে হাতে ব্যথা পান তিনি। ত্রিদেশীয় সিরিজেও একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন তিনি। সেবার তিনি বাম হাতে ব্যথা পেয়েছিলেন। এবারও একই ধরনের ব্যথা পেয়েছেন তবে ডান হাতে।

ছিটকে যাওয়া বিপ্লবের কষ্ট মাখা হাসি/ ছবি: শোয়েব মিথুনপ্রাথমিকভাবে বিপ্লবের হাতে দুটি সেলাই পড়েছে। ধারণা করা হচ্ছে, তার ইমার্জিং এশিয়া কাপের এখানেই সমাপ্তি ঘটতে চলেছে।

বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বাংলানিউজকে জানিয়েছেন, ‘ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে যে ধরনের ইনজুরিতে পড়েছিল এবারও একই ধরনের ইনজুরিতে পড়েছে। তবে নতুন হাতে (ডানহাত)। কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা বলতে পারছি না।’

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
আরএআর/এমএইচএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-14 14:14:23