ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপে খেলবে বার্সা-রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপে খেলবে বার্সা-রিয়াল স্প্যানিশ সুপার কাপের সর্বশেষ আসরে চ্যঅম্পিয়ন হয়েছিল বার্সা। ছবি:সংগৃহীত

প্রথমবারের মতো স্পেনের বাইরে আয়োজন করা হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। গত সেপ্টেম্বরেই অবশ্য খবরটি বেরিয়েছিল। যেখানে ২০২০ সালের জানুয়ারিতে সৌদি আরবে বসবে চার দলের এই আসরটি।

সৌদির কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সেমিফাইনাল ও ফাইনালের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নেবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ ও ভালেন্সিয়া।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতির মাধ্যমে এমনটি জানায়।

৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এতে থাকবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।  

আসরটির ড্র অনুষ্ঠানে জানা যায়, ৮ জানুয়ারিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়া। পর দিন শেষ চারের দ্বিতীয় ম্যাচে লড়বে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

এই টুর্নামেন্টে লা লিগার চ্যাম্পিয়ন-রানারআপ ও কোপা দেল রে’র চ্যাম্পিয়ন-রানারআপরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।