bangla news

অশ্লীল শব্দ ব্যবহারে ডিমেরিট পয়েন্ট পেলেন বেয়ারস্টো 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-১১ ৯:৪৬:০৫ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বেয়ারস্টো: ছবি-সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বেয়ারস্টো: ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক ম্যাচের সময় ‘অশ্লীল’ শব্দ ব্যবহারে দোষী সাব্যস্ত হওয়ায় আইসিসি কর্তৃক তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমকে এক বিবৃতিতে তা জানায় আইসিসি। 

অশ্রাব্য কথা বলে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করেছেন বেয়ারস্টো। রোববার (১০ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে এই আচরণবিধি ভঙ্গ করেন তিনি। 

ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ইনিংসের সপ্তম ওভারে। ১৭ বলে ৪৭ রানে ব্যাট করার সময় জিমি নিশামের বলে উইকেটরক্ষকের গ্লাভসবন্দী হোন বেয়ারস্টো। এর পরই অশ্রাব্য এক শব্দ ব্যবহার করেন ইংলিশ ব্যাটসম্যান। যা ধরা পড়ে স্টাম্প মাইকে। যার কারণে ডিমেরিট পয়েন্ট পাওয়ার পাশাপাশি ম্যাচ ফি’র ৫০ শতাংশ কাটা যাচ্ছে বেয়ারস্টোর। 

ঘটনাক্রমে, নির্ধারিত ওভারে ম্যাচটি টাই হওয়ার পর সুপার ওভারে জিতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। 

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ইউবি 

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-11 21:46:05