bangla news

খেলাধুলার জন্য টাকার অভাব হয় না: পরিকল্পনামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-০৯ ৭:৪৩:১৭ পিএম
বাংলাদেশ ফুটসাল ফেডারেশনের প্রেস ব্রিফিং ও সনদ বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী। ছবি: বাংলানিউজ

বাংলাদেশ ফুটসাল ফেডারেশনের প্রেস ব্রিফিং ও সনদ বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী। ছবি: বাংলানিউজ

ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, খেলাধুলায় সরকারের প্রচুর বাজেট আছে। সঠিক পরিকল্পনা মাফিক খরচ করলে এবং সৎভাবে পরিচালনা করলে টাকার অভাব হয় না।

শনিবার (০৯ নভেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ ফুটসাল ফেডারেশনের প্রেস ব্রিফিং, কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত মাঠ নেই, বড় কোনো খোলা জায়গা নেই। সব জায়গায় সব খেলা পরিচালনা করা যায় না। তবে বাংলাদেশ ফুটসাল ফেডারেশনের নতুন এ ফুটবল খেলার সম্ভাবনা আছে। অল্প জায়গায় এটি খেলা যাবে।

‘নেশা নয়, ফুটসাল হোক নতুনের প্রেরণা’ এ স্লোগানে বাংলাদেশ ফুটসাল ফেডারেশনের সভাপতি পারভেজ আমীন শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদুল হক, কায়সার আহমেদ, শহিদুর রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
পিএস/এবি
 
 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-09 19:43:17