bangla news

পাকিস্তানি দানব ইরফানকে হটিয়ে আসছেন মুদাস্সর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-০৭ ৫:৫৮:৪৬ পিএম
মোহাম্মদ ইরফান ও মুহাম্মদ মুদাস্সর (ডানে)

মোহাম্মদ ইরফান ও মুহাম্মদ মুদাস্সর (ডানে)

আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, এদের মধ্যে সবচেয়ে দীর্ঘকায় ক্রিকেটার কে? এমন প্রশ্নে বর্তমান সময়ে যারা ক্রিকেট দেখেন, তাদের মাথায় পাকিস্তানের মোহাম্মদ ইরফানের নামই আসবে। ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই পেসারই ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লম্বা ক্রিকেটার। তবে এবার তাকেও পেছনে ফেলতে আসছেন মুহাম্মদ মুদাস্সর!

ইরফানেরই স্বদেশি ৭ ফুট ৪ ইঞ্চির মুদাস্সরের পেশাদার ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে আগামী পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে। কালান্দার্সের প্লেয়ার্স ডেভলপমেন্ট প্রোগ্রাম থেকে উঠে আসা এই স্পিনার ৬ নভেম্বর মূল দলে যোগ দিয়েছেন।

ক্রিকেট ক্যারিয়ার ও উচ্চতা সম্পর্কে ২১ বছর বয়সী মুদাস্সর জানান, পিএসএল খেলার পর পাকিস্তান জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে চান। তবে প্রতিদিনের রুটিনের মধ্যে জুতো বাছাই করাটা তার জন্য বেশ সমস্যা হয়ে দাঁড়ায়। আর এই উচ্চতা তার ক্যারিয়ারে কোনো বাজে প্রভাব ফেলবে না বলে তিনি আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-07 17:58:46