ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রীতি ক্রিকেট ম্যাচ: রাসিক’র কাছে ভারতীয় দলের হার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) দলের কাছে প্রীতি ক্রিকেট ম্যাচে হেরেছে ভারতীয় দল। শনিবার বিকেলে রাসিক ও ভারতীয় সহকারী হাই কমিশনের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগরীর শহীদ এ.এইচ.এম কামরারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই খেলা উদ্বোধন করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

টি-টুয়েন্টির এ ম্যাচে রাসিক দলের অধিনায়ক ছিলেন, রবিউল ইসলাম তজু। অন্য খোলোয়াড়রা হলেন- টিটো, পঁচা, মন্টু, ভুলু, রওনক, ফারুক, লিটন, জেম, জুরাত, বাচ্চু, ডলার, মামুন।

ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সন্তেুাষ কুমার। অন্য খোলোয়াড়রা হলেন  মুক্তা ঘোষ, অলমুল সিং, পায়েল ঘোষ, জয় ব্যানার্জী, প্রান্ত শর্মা, ফারুক আযিম, বিজয় নন্দী, যোগেন্দ্র বাড়া, পার্থ রায়, মেঘনা, সওরব কর্মকার, সঞ্চিব রায়, তপন কুমার, আশিস ব্যানার্জী।

খেলায় নির্ধারিত ২০ ওভারে ভারতীয় হাই কমিশনার দল ৬ উইকেটে ১১৪ রান করে। রাসিক দল ১৮ ওভার ১ বলে ৩ উইকেটে ১১৮ রান করে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন নুরুজ্জামান টিটো।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সোহেল রানা, ইকবাল হোসেন ডেভিড। স্কোরার ছিলেন, সাইদ পারভেজ। ধারাভাষ্যে ছিলেন, রাজশাহী বেতারের সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুম।

রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।  

বাংলাদেশ সময়: ১৯১৭ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad