ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টাইগারদের অভিনন্দন জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
টাইগারদের অভিনন্দন জানালেন সাকিব সাকিব আল হাসান

স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটের উপর দিয়ে কী ঝড়টাই না গেল! ক্রিকেটারদের আন্দোলন, তামিমের সরে দাঁড়ানো, সাইফের ইনজুরি আর সাকিবের নিষেধাজ্ঞায় কোণঠাসা ছিল টাইগাররা। চাপের মুখে থাকা বাংলাদেশের দল গোছাতেই হিমশিম। সেই চাপ থেকে বেরিয়ে ‘জান’ দিয়ে খেলার কথা জানিয়েছিলেন সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ।

শুধু ক্যাপ্টেন না, সাকিবের অনুপস্থিতিতে মুশফিক, লিটন, মোস্তাফিজরা নিজেদের সবটুকু ঢেলে দিতে চেয়েছেন। কথা রেখেছেন মাহমুদউল্লাহর সতীর্থরা।

ভারতের মাটিতেই উড়ন্ত ভারতকে হারিয়ে লিড নিয়েছে টাইগাররা। টিম ইন্ডিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টির হাজারতম ম্যাচে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে টাইগাররা। নিজে অনুপস্থিত থাকলেও দলের জয়ে উচ্ছ্বসিত সাকিব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সতীর্থদের অভিনন্দন জানাতে ভুলেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সেখানে সাকিব লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত৷’

সেরা দল না পেলেও ভারতকে ১৪৮ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। ১৪৯ রানের লক্ষ্য টাইগাররা স্পর্শ করে ৩ বল বাকি থাকতে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রইল টিম বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমআরপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।