ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফুটবল

বালক বিভাগে মানিকগঞ্জ, বালিকা বিভাগে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
বালক বিভাগে মানিকগঞ্জ, বালিকা বিভাগে চ্যাম্পিয়ন টাঙ্গাইল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) বিভাগের ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় শিরোপা জিতেছে মানিকগঞ্জ জেলা। আরেক ম্যাচে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর শিরোপা জিতেছে টাঙ্গাইল জেলা।

রোববার (৩ নভেম্বর) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বালিকা বিভাগে দিনের প্রথম ফাইনালে টাঙ্গাইল জেলার বিপক্ষে মাঠে নামে কিশোরগঞ্জ জেলা। ম্যাচের ১৭ মিনিটে টাঙ্গাইলকে লিড এনে দেন আশা পারভীন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কিশোরগঞ্জকে সমতায় ফেরান শাপলা। নির্ধারিত সময় ১-১ সমতা থাকায় ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকে। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে টাঙ্গাইল জেলা।

দিনের আরেক ফাইনাল ম্যাচে বালক বিভাগে মুখোমুখি হয় গত আসরের রানার্স আপ মানিকগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলা। জমজমাট ফাইনালে রহিমের একমাত্র গোলে জয় নিশ্চিত করে মানিকগঞ্জ জেলা।

ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন। টুর্নামেন্টে বালিকা বিভাগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন টাঙ্গাইল জেলার ইতি আক্তার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন টাঙ্গাইল জেলার গোলরক্ষক শান্তা আক্তার।

এদিকে বালক বিভাগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফরিদপুর জেলার মোরছালিন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন মানিকগঞ্জ জেলার অধিনায়ক রাকিব।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো. মোমিনুর রহমান, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সেলিম রেজা, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।