ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বিজয় দিবস ক্রিকেটে মোস্তাক একাদশের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১১
বিজয় দিবস ক্রিকেটে মোস্তাক একাদশের জয়

ঢাকা: বিজয় দিবস ক্রিকেটে জয় পেয়েছে শহীদ মোস্তাক একাদশ। প্রীতি ম্যাচে তারা ১২৯ রানে হারিয়েছে শহীদ জুয়েলকে একাদশ।



শহীদ মোস্তাক একাদশ: ৩০৩/৯
শহীদ জুয়েল একাদশ: ১৭৪
ফল: মোস্তাক একাদশ ১২৯ রানে জয়ী  

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৩ রান করে শহীদ মোস্তাক একাদশ। সবেচেয়ে বেশি ৭৫ রান করেন সৌম্য সরকার। এছাড়া ৬৩ রান করেন শুভাগত হোম। তিনটি উইকেট নেন সাকলায়েন সজিব। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন মুকতার আলী ও আলাউদ্দিন বাবু।

জবাবে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান, সোহাগ গাজী ও তাজিন আহমেদের মারাত্মক বোলিংয়ে ৩০.১ ওভারে ১৭৪ রানেই গুটিয়ে যায় শহীদ জুয়েল একাদশ। সর্বোচ্চ ৫৩ রান আসে ফরহাদ হোসেনের ব্যাট থেকে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।