ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ভোলায় টুটুল স্মৃতি ফুটবল লিগের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ভোলায় টুটুল স্মৃতি ফুটবল লিগের উদ্বোধন ছবি:বাংলানিউজ

ভোলা: ভোলার কৃতি ফুটবলার প্রয়াত মোশারেফ হোসেন টুটুলের স্মরণে আয়োজিত ‘টুটুল স্মৃতি ফুটবল লিগ ২০১৯ " এর উদ্বোধন করা হয়েছ। ভোলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে টুনামেন্টের উদ্বোধনী হয়।

ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মৃধা মো: মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে ভোলা সদর উপজেলা চেয়্যারমান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নজরুল ইসলাম গোলদার, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়্যারমান মো: ইউনুছ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শফিকুল ইসলাম, আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, ১নং ওয়াডের কাউন্সিলর মনজুর আলম, ৩নং ওয়াডের কাউন্সিলর সালাহউদ্দিন লিংকন, ৭ নং ওয়াডের কাউন্সিলর মো: শাহে আলম, ৮ নং ওয়াডের কাউন্সিলর আতিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো: ফয়সাল, সহ সাধারন সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, যুগ্ম  সাধারন সম্পাদক রাজিব চৌধুরী, ট্রুনামেন্টের আহবায়ক মো: মোস্তফা কামাল ও  ট্রুনামেন্টের সদস্য সচিব সাইফুল ইসলাম কাজী বাবু, র্নিবাহী সদস্য সাইদ গোলদার, মনিরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কৃতি ফুটবলার মোশারেফ হোসেন টুটুল এর স্মৃতি চারণ করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহবান  জানান। প্রথম দিনের খেলায় শামসুদ্দিন স্মৃতি সংঘ (কালি বাড়ি) বনাম অগ্নীবিনা (কানাইনগর) অংশগ্রহণ করে। ম্যাচটি গোল শূন্য ড্র হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad