ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

মাঠের বাইরে ভিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১১
মাঠের বাইরে ভিয়া

টোকিও: ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পা ভেঙ্গে যাওয়ায় এই মৌসুমে বার্সেলোনার হয়ে স্প্যানিশ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে পারবেন না ফরোয়ার্ড ডেভিড ভিয়া। পুরোপুরি সুস্থ হতে তার সময় লাগবে প্রায় চার থেকে পাঁচমাস।



বার্সার ওয়েবসাইটে বলা হয়, জাপান থেকে দেশে ফিরে গেছেন ভিয়া। তার সঙ্গে রয়েছেন চিকিৎসক রিকার্দো পরুনা ও মানেল এস্তিয়ার্তে। বাঁ পা ভেঙ্গে যাওয়ায় পুরোপুরি সুস্থ হতে প্রায় চার থেকে পাঁচমাস বিশ্রামে থাকতে হবে তাকে।

কোচ পেপ গার্দিওলা বলেন,‘দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হবে ভিয়াকে। আশা করি, চোট কাটিয়ে শিগগির মাঠে ফিরবে সে। ’

৩০ বছর বয়সী ভিয়া ক্লাব বিশ্বকাপের খেলায় এশিয়ান দল আল-সাদের বিপক্ষে খেলতে গিয়ে পা ভাঙ্গেন। খেলায় সাদকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তার দল বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।