ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ, টেস্টে মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ, টেস্টে মুমিনুল মাহমুদুল্লাহ রিয়াদ ও মুমিনুল হক

ঢাকা: ভারত সফরের জন্য টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। আর টেস্টে দলের নেতৃত্ব দেবেন মুমিনুল হক।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভারত সফরের জন্য দল ঘোষণা করে বিসিবি।

টি-টোয়েন্টিতে সাকিবের জায়গায় আছেন তাইজুল।

আবু হায়দার রনি থাকছেন সাইফউদ্দিনের বদলে। মোহাম্মদ মিঠুন সুযোগ পেয়েছেন তামিম ইকবালের জায়গায়।

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, সাইফ হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, লিটন দাস, নাঈম হাসান, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ।

টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এএ/এমএইচএম/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।