ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

‘সাকিবের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
‘সাকিবের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’

বরিশাল: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান বলেছেন, সাকিব আল হাসানের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। আমরা সাকিবের পাশেই থাকবো। সে যেন এ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এটিই সবাই আশা করি।

বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে মঙ্গলরবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে চারদিনের যুব আন্তর্জাতিক ম্যাচের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করার অভিযোগ উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে।

যা নিয়ে দেশজুড়ে বেশ তোলপাড় শুরু হয়েছে।

অন্যদিকে সাকিবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্ত করবে আইসিসি। তবে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।