ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ক্লাব বিশ্বকাপ

ফাইনালে সান্তোসের সঙ্গী বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১
ফাইনালে সান্তোসের সঙ্গী বার্সেলোনা

টোকিও: ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আদ্রিয়ানো কোরেইয়ার  জোড়া গোলে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতারের আল সাদকে।

শিরোপার লড়াইয়ে পেপ গার্দিওলার শিষ্যরা মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব সান্তোসের বিপক্ষে।

নিশান স্টেডিয়ামে ২৫ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ডিফেন্ডার আদ্রিয়ানো। কিন্তু ৩৭ মিনিটে বিপদে পড়ে কাতালনারা। পা ভেঙ্গে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ফরোয়ার্ড ডেভিড ভিয়া। ভিয়া চোট পাওয়ায় দুঃখ পেলেও ছন্দ হারায়নি মেসিরা। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের আদ্রিয়ানো। এই অর্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

৬৪ মিনিটে লিওনেল মেসির পাস থেকে গোল করেন কেইতা। রেফারির শেষবাঁশি বাজার ঠিক ৯ মিনিট আগে সাদের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন ম্যাক্সওয়েল।

১৮ ডিসেম্বর নিশান স্টেডিয়ামে ফাইনাল খেলবে সান্তোস ও বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।