ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘লিখিত আকারে দাবি পেশ করলে সিদ্ধান্ত নেব’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
‘লিখিত আকারে দাবি পেশ করলে সিদ্ধান্ত নেব’ বিসিবি’র পক্ষে থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন-ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট ব্যবস্থাপনা প্রতি অনাস্থা প্রকাশ করে ১১ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। আর এসব দাবি না মানা পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিরতিতে থাকবেন জাতীয় দল ও জাতীয় দলের বাইরে থাকা সকল ক্রিকেটাররা।

সোমবার (২১ অক্টোবর) বিসিবি’র পক্ষে থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। বলেন, ‘দাবিগুলো যদি আমরা লিখিত আকারে পেলে অবশ্যই সেগুলো বিবেচনায় আনবে বিসিবি।

যতদ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করা হবে। আমরা মিডিয়ার মাধ্যমে সব কিছু জানতে পেরেছি, ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ হয়নি। তাদের দাবিগুলো লিখিত পেলে বোর্ডে সেগুলো নিয়ে আলোচনা করবে। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। ’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের বিভিন্ন দাবি-দাওয়া বিভিন্ন সময়ে এসেছে এবং আমাদের চেষ্টা থাকে যতটুকু সম্ভব তা সুরাহা করার। আজকের বিষয়টা আমাদের নজরে এসেছে। অবশ্যই আমরা বিষয়টা বোর্ডে আলোচনা করব। সিদ্ধান্ত নেব। আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব সুরাহার চেষ্টা করব। '

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।