ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

প্রথমবারেই ‘প্রথম’ চাই বসুন্ধরা কিংসের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
প্রথমবারেই ‘প্রথম’ চাই বসুন্ধরা কিংসের দেনিয়েল কলিন্দ্রেস-ফাইল ফটো

প্রথমবারের মতো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নিচ্ছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট বসুন্ধরা কিংস। বাংলাদেশের ফুটবলে ক্লাবটির যাত্রা বেশি দিন হয়নি। তবে ইতোমধ্যে ফুটবলের অন্যতম পরাশক্তি হয়ে ওঠার পাশাপাশি বাংলার ফুটবল প্রেমীদের হৃদয় ও নজর কেড়ে নিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

অবশ্য কারণও আছে। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবাগত দল হিসেবে শিরোপা ঘরে তুলেছে কিংসরা।

কেবল তাই নয়, এর আগে মৌসুমে প্রথমবার অংশগ্রহণ করেই স্বাধীনতা কাপও জিতে নেয় তারা। বসুন্ধরা কিংসের নামের সঙ্গে যেন ‘প্রথম’ শব্দটা সমার্থক হয়ে উঠেছে।

বিপিএল চ্যাম্পিয়ন হওয়ায় সামনেই প্রথমবারের মতো এএফসি কাপ খেলতে যাবে বসুন্ধরা কিংস। সেই আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরুর আগে ঘরের মাটিতে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিয়েছে ব্রুজনের শিষ্যরা। লক্ষ্য স্থির এবারও। চাই শিরোপা।

পাঁচটি দেশের আটটি দল নিয়ে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বসেছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর। টুর্নামেন্টে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। সময়সূচি পরিবর্তিত হওয়ায় মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ভারতের ক্লাব গোকুলাম কেরালা এফসি’র বিপক্ষে আসরের প্রথম অভিযান শুরু করবে তারা। তার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে কিংসরা ঘাম ঝরিয়ে নিয়েছে বন্দর মাঠে।

অবশ্য এবার কিংস দেশের সেরা খেলোয়াড়দের নিয়েই মাঠে নামবে। দলে কেবল রয়েছেন দু’জন বিদেশি। যথারীতি আর্মব্যান্ড থাকবে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা সম্পন্ন কোস্টারিকান তারকা দেনিয়েল কলিন্দ্রেসের হাতে। নতুন অভিযান শুরুর আগে বেশ আত্মবিশ্বাসী দেখালো অধিনায়ক কলিন্দ্রেসকে। কিংস ফরোয়ার্ড বলেন, ‘প্রথমবারের মতো আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারায় আনন্দিত। আমরা চেষ্টা করবো মাঠে সেরা পারফর্ম্যান্স দেখানোর। আমরা কঠোর পরিশ্রম করছি। আমাদের সব
বাংলাদেশি খেলোয়াড় ভালো। যার জন্য আরাম পাচ্ছি। ’

বিদেশি ক্লাবের বিপক্ষে খেলাটা যে কঠিন হবে সে কথাও জানান ৩৪ বছর বয়সী কোস্টারিকান, ‘আমরা বিদেশি ক্লাবের বিপক্ষে খেলবো। তাই আমরা আজ ভালোভাবে প্রস্তুতি নিতে চাচ্ছি। এখানে সব দলই অত্যন্ত ভালো। আমরা সব ধরনের প্রতিযোগিতায় প্রতিযোগিতা করতে চাই। আমরা ফেডারেশন কাপে প্রতিযোগিতা করেছি। সামনে এএফসি কাপেও খেলবো। ’

এছাড়াও নিজের দল ও সতীর্থদের সম্পর্কে কলিন্দ্রেস বলেন, ‘আমাদের নতুন খেলোয়াড় আছে। খুব ভালো খেলোয়াড় ও বিদেশি খেলোয়াড়রা আছে। জালাল, বিপলু, বিশ্বনাথ, ইয়াসিন খানদের মতো খেলোয়াড়রা আছে। আমরা প্রতিযোগিতা করতে চাই ও জিততে চাই। আমরা খুবই আশাবাদী। আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছি। তাই আমরা সামনের দিকে তাকাতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।