ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আইসিসির সদস্যপদ ফিরে পেলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
আইসিসির সদস্যপদ ফিরে পেলো জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ক্রিকেট দল: ছবি-সংগৃহীত

রাজনৈতিক হস্তক্ষেপের কারনে তিনমাস নিষিদ্ধ থাকার পর অবশেষে সোমবার (১৩ অক্টোবর) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্যপদ ফিরে পেয়েছে জিম্বাবুয়ে।

আইসিসি এক বিবৃতি জানায়, দুবাইয়ে জিম্বাবুয়ের ক্রিকেট চেয়ারম্যান এবং ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটকে পুনরুদ্ধারের ব্যাপারে কথা দেওয়ায় আমি জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রীকে ধন্যবাদ জানায়।

’ 

তিনি আরো বলেন, ‘জিম্বাবুয়ের ক্রিকেটকে সমর্থন ও কাজ করার বিষয়ে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন এবং আইসিসি বোর্ডের শর্তাবলী মেনে নিয়েছেন। ’ 

এছাড়া শর্ত সাপেক্ষে নেপালকেও আইসিসির সদস্যপদে পুনর্বহাল করা হয়েছে। ২০১৬ সালে আইসিসির নিয়ম ভঙ্গের দায়ে তাদেরকেও নিষিদ্ধ করা হয়।

গত জূলাইয়ে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি জিম্বাবুয়ের সদস্যপদ কেড়ে নিয়েছিল।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।