ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

স্পেনের হয়ে বিশ্বকাপ খেলতে ব্রাজিল যাচ্ছেন না ফাতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
স্পেনের হয়ে বিশ্বকাপ খেলতে ব্রাজিল যাচ্ছেন না ফাতি আনসু ফাতি: ছবি-সংগৃহীত

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলতে চলতি মাসে ব্রাজিল যাবে স্পেন। তবে বয়সভিত্তিক এই বিশ্বকাপে দেখা যাবে না ১৬ বছর বয়সী ফরোয়ার্ড আনসু ফাতিকে। স্পেনের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ব্রাজিল যাচ্ছেন না বার্সেলোনার বিষ্ময়কর বালক।

স্পেন আশা করেছিল, তাদের সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে ফাতিকে পাবেন। কিন্তু ইতোমধ্যে অল্পবয়সেই লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের পাশে খেলে তারকা খ্যাতি পাওয়া তারকা মনস্থির করেছেন এই সময়ে ক্যাম্প ন্যুয়ে থাকার।

ফাতিকে ছাড়াই বিশ্বকাপের জন্য স্পেন অনূর্ধ্ব-১৭ স্কোয়াড ঘোষণা করেছেন কোচ ডেভিড গোর্দো।  

ফাতিকে স্কোয়াডে না রাখার ব্যাপারে স্পেনের স্পোর্টিং ডিরেক্টর ফ্রান্সিস হার্নান্দেজ বলেন, ‘আমরা বুঝতে পেরেছি, এই বালকের জন্য সর্বোত্তম বিকল্পটি হচ্ছে এখানে থাকা এবং নভেম্বরে উচ্চতর দলটির সঙ্গে খেলা। ’ 

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।