ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

দিনটা লঙ্কানদের হতে দিলেন না মিরাজ-ইবাদত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
দিনটা লঙ্কানদের হতে দিলেন না মিরাজ-ইবাদত মেহেদি হাসান মিরাজ/ছবি: সংগৃহীত

শুরুর ধাক্কাটা মেহেদি হাসান মিরাজই দিয়েছিলেন। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল লঙ্কানরা। তবে শেষ পর্যন্ত মিরাজের পাশাপাশি সফরকারী বাংলাদেশ ‘এ’ দলের ইবাদত হোসেনের দাপুটে বোলিং দিনটা স্বাগতিকদের হতে দেয়নি।

আনঅফিসিয়াল টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে হাম্বানটোটায় শুক্রবার (৪ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা ‘এ’ দল। তবে স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি।

 পাথুম নিসানকা ও সাঙ্গিথ কুরের ৩২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আগের ম্যাচে ৫ উইকেট তুলে নেওয়া মিরাজ।  

মিরাজের বলে কুরে বিদায় নেওয়ার পর কামিন্দু মেন্ডিসকে সঙ্গী করে শতরানের জুটি গড়েন নিসানকা। এই দুজনের জুটিও ভাঙেন মিরাজ। তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মেন্ডিস (৬২)।  

এরপর দলীয় ১৮৮ রানে মিরাজের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন সেঞ্চুরির দিকে ছুটতে থাকা নিসানকা (৮৫)। অর্থাৎ লঙ্কানদের প্রথম তিন ব্যাটসম্যানকেই নিজের শিকার বানিয়েছেন মিরাজ।  

উইকেটে জাঁকিয়ে বসা লঙ্কান অধিনায়ক আশান প্রিয়ঞ্জনকে (২৮) ফেরান ইবাদত। পরে প্রিয়মল পেরেরাকে (৪) মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন বাংলাদেশের উদীয়মান এই তারকা বোলার। দিনশেষে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে মাঠে ছাড়ে লঙ্কানরা।

বল হাতে ৩ উইকেট তুলে নিতে ৩১ ওভারে ৬৬ রান খরচ করেছেন মিরাজ। আর ১৭ ওভার বল ঘুরিয়ে ৫১ রান খরচে ২ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন ইবাদত।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।