ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

পিছিয়ে যাচ্ছে বিপিএল!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
পিছিয়ে যাচ্ছে বিপিএল! ছবি: সংগৃহীত

কিছুদিন আগে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোনো ফ্রাঞ্চাইজি থাকবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড  (বিসিবি) নিজ উদ্যোগেই আয়োজন করবে এবারের আসর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা এই আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে সবকিছুই বিসিবি নিজ দায়িত্বে করবে। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘যেহেতু এটা নতুন একটা ফরম্যাটে হচ্ছে।

এখানে স্পন্সর পার্টনার নিয়েছি। তাদের সঙ্গে কী ধরনের চুক্তি করতে হবে সেটা ঠিক করতে হবে। নতুন করে বাইলস করতে হবে। এই কাজগুলো শেষ করে প্লেয়ার ড্রাফটে যেতে হবে। ’ 

তিনি আরও বলেন, ‘স্পন্সরদের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত তো আমরা ঘোষণা করতে পারছি না। এগুলো করতে অনেক সময়ের ব্যাপার। তাই পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ডিসেম্বরের শেষে যদি হয় তাও আমাদের জন্য ভালো। ’

আগামী ০৬ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা ছিল বিপিএল ক্রিকেটের।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।