bangla news

বাংলাদেশে টেস্ট সফর নিশ্চিত করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২৮ ১:৩৩:৪৩ পিএম
২০১৭ সালে বাংলাদেশ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করে অস্ট্রেলিয়া। ফাইল ফটো

২০১৭ সালে বাংলাদেশ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করে অস্ট্রেলিয়া। ফাইল ফটো

২০২০ সালের জুন-জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট খেলতে আসবে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব ক্রিকেট অপারেশন্স পিটার রোচ এ ব্যাপারটি নিশ্চিত করেছেন। সর্বশেষ ২০১৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল অজিরা। সেবার টাইগাররা প্রথম টেস্ট জয়ের পর সিরিজে ১-১ ব্যবধানে সমতায় শেষ করেছিল।

এ বছরের অক্টোবরেই অস্ট্রেলিয়াকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজও আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সিরিজটি পিছিয়ে ২০২১ সালে নেওয়া হয়েছে।

এ সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান বলেছিলেন, ‘আমরা ২০২০ সালে ফেব্রুয়ারিতে দুই টেস্ট আয়োজন করতে চেয়েছিলাম। তবে এখন এটি জুন-জুলাইয়ে খেলা হবে। এছাড়া অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। তবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা আমাদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে সম্মত হয়েছে। যদিও এখনও দিন-তারিখ চূড়ান্ত করা হয়নি।’

এদিকে টেস্ট সফর প্রসঙ্গে রোচ বলেন, ‘২০২০ সালের জুনে বাংলাদেশ সফরের ব্যাপারে আমরা ইতিবাচক। দুই দেশের বোর্ড মনে করে মূল সূচি থেকে নতুন সিরিজের সময় আরও বেশি উপকৃত করবে। দুর্দান্ত একটি সিরিজের অপেক্ষায় রয়েছি।’

নভেম্বরে ভারত সফরের মধ্যদিয়ে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পা রাখবে। পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে থাকা টিম ইন্ডিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন সাকিব-মুশফিকরা। ঘরের মাঠে ক’দিন আগে আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া একমাত্র টেস্টটি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় পড়েনি।

অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ব্যবধানে সিরিজ শেষ করা অজিদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান অবস্থান চতুর্থ। আর আসছে গ্রীষ্মে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্টের পর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   বিসিবি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-28 13:33:43